চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় দুটি সিএনজি টেক্সির মুখোমুখিতে মোহাম্মদ নাঈম উদ্দিন (৩৭) নামে এক কেইপিজেড কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নঈম কেইপিজেডের কর্ণফুলী সু ইন্ডাস্ট্রিজে ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্টে অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি বৈরাগ খলিফাপাড়ায়। টানেলের কারণে বাড়িঘর অধিগ্রহণের পর স্ত্রী সন্তান নিয়ে মইজ্জারটেক শশুর বাড়িতে থাকতেন।
নঈমের সাথে থাকা একই টেক্সির যাত্রী মিসবাহুল আলম মাসুম জানান, অফিস শেষে টেক্সিতে করে তারা চাতরী চৌমুহনীর দিকে আসছিলেন। নঈম ছিলেন ড্রাইভারের পাশে ডান দিকে বসা। রাত ৮টার দিকে মোহাম্মদপুর এলাকায় বিপরীতমুখি আরেকটি টেক্সি তাদের গাড়িকে ধাক্কা দেয়৷ গুরুতর আহত নঈমকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি এক ছেলে এক মেয়ের জনক।
শুক্রবার সকাল ১০টায় বৈরাগ খলিফাপাড়ায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।