আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় ৫০ হাজার পিচ ইয়াবাসহ মো. আক্কাছ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) র‌্যাব ৭ এর বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত কেরেছেন। বুধবার আনোয়ারার মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ির একটি একচালা টিনের বসতঘর থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি আনোয়ারার মধ্যম গহিরার জাফর আহমেদের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ ও আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে বসতঘরের ভিতরে প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো ইট সাদৃস্য স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় থাকা ৫০ হাজার পিচ ইয়াবা আসামি নিজ হাতে বের করে আনে।

আসামির বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।