চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মা ও শিশু হাসপাতাল এলাকা একটি প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোহাম্মদ রুবেল (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রুবেল সিএনজি গাড়ির চালক বর্তমানে তিনি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শোলকাটা মা ও শিশু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত রুবেল উপজেলার বারখাইন ইউনিয়নের ভরাপুকুর পাড় এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার দুর্ঘটনা কবলিত (ঢাকামেট্রো-গ ২০-০৪১০) প্রাইভেটকারটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। চাতরী চৌমুহনী দিক থেকে আসা সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আহতকে। প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন যাত্রী সুস্থ রয়েছেন বলে জানিয়েছে প্রাইভেট কারের মালিক মাসুদুজ্জামান (৫০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বরত চিকিৎসক সাদিয়া তাবাসসুম জানান, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য নেওয়া বন্ধ।