আনোয়ারায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দু’জন হলো প্রবাসী হাসান আলীর কন্যা তানিশা (৮) ও প্রবাসী মোরশেদ হোসেনের কন্যা রুহি (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

স্থানীয় প্রতিবেশী জানে আলম জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে দুই শিশু খেলা খেলার সময় পুকুরে পড়ে যায়। পরে পুকুরে ভেসে উঠলে প্রতিবেশীরা দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ জানান, পুকুরে ডুবে যাওয়া দুই শিশু হাসপাতালে আনার আগে মৃত্যু ঘটেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।