চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের গাড়ি ভাঙচুর ও ওসিসহ পুলিশ সদস্যদের হামলার ঘটনায় ৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি তদন্ত মো. মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বুধবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চাতরীর মো. রুবেল (২৬), আবুল মঞ্জুর (২৮), বৈরাগের মো. মারুফ হোসেন (২১), মো. জীবন (২৪)কে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, ঘটনাস্থল থেকে মো. ইমতিয়াজ উদ্দিন ইমনকে (১৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার দুপুরে বিএনপি অবরোধের সমর্থনে সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ তাদের বাধা দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা করে। হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ আহত হন আরও দুই পুলিশ সদস্য। এ ঘটনার মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন এবং উপজেলা যুবদলের আ্বায়ক হারেছ আহমেদ হারেছ।
এ ঘটনায় বুধবার রাতে ৩৭ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০জনকে অজ্ঞাত আসামী করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। একটিতে চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদ নেওয়াজ চৌধুরী ও অপরটিতে পুলিশের এসআই মো. জয়নাল আবেদীনকে বাদী করা হয়েছে।
ওসি তদন্ত মো. মহিউদ্দিন আহমেদ আরও বলেন, গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। মামলায় অভিযুক্তরাও ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং নির্দেশদাতা। পুলিশের কাছে এসবের ভিডিও ফুটেজ রয়েছে। বিনা অপরাধে পুলিশ কাউকে হয়রানীও করবে না। তবে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সবধরনের ব্যবস্থা নিবে।
তিনি আরও বলেন, ঘটনার জড়িতদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।