আনোয়ারায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি কুপিয়ে মো. জালাল উদ্দিন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে হত্যাকে আভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ছৈয়দ আহমদ (৫৯) নামের এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার শোলকাটা এলাকার মনুমিয়া দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলতাফ মুন্সীর পুত্র।

ঘটনার প্রত্যক্ষদশী স্থানীয় গ্রাম পুলিশ মহিউদ্দিন সিকদার জানান, ভোরে জালালসহ জুইঁদন্ডী থেকে ট্রাকে করে মাছ নিয়ে কালাবিবির দিঘির আড়তে যাচ্ছিলাম আমরা। শোলকাটা মনুমিয়ার দিঘিরপাড় এলাকায় পৌঁছালে সড়কে আমাদের গাড়িকে গতিরোধ করে একটি গাড়ি।

তিনি জানান, জালাল ঘটনা বুঝতে পেরে গাড়ি থেকে নেমে দৌঁড় দিতে চাইলে জুঁইদন্ডী এলাকার মোক্তার ও তার দুই সহযোগী জালালকে দৌড়ে ধরে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমাদের চিৎকারে স্থানীয়রা আসলে তারা পালিয়ে যায়। পরে জালালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুঁইদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার মুহাম্মদ ইদ্রিছ বলেন, “মোক্তার এর আগেও একটি হত্যার ঘটনা ঘটিয়েছে। সে এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী। কিছুদিন আগে প্রকাশ্যে জালালকে হত্যার ঘোষণাও দিয়েছিল।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, “মোক্তার ও জালালের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে বলে আমরা জেনেছি। তাদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।”

তিনি আরও বলেন, “রোববার ভোরে মোক্তারের নেতৃত্বে জালালকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।”

মন্তব্য নেওয়া বন্ধ।