চট্টগ্রামের আনোয়ারায় প্রিমিয়ার মেটারনিটি এন্ড ডায়গনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কালাবিবির দীঘি মোড়ে এভারস্টে জয়ী ডা. বাবর আলী এই ডায়গনস্টিক সেন্টারের উদ্বোধন করেন।
জানা গেছে, এতে ২৪ ঘন্টা রোগ নির্নয়ের পাশাপাশি, বিশেষজ্ঞ চিকিৎসব চেম্বার, নরমাল ডেলিভারী এবং মাতৃকালীন সেবা দেওয়া হবে।
এভারস্টে জয়ী ডা. বাবর আলী বলেন, “চিকিৎসা বিজ্ঞান এগিয়ে গেছে এবং এতে বৈপ্লবিক পরিবর্তনও এসেছে। প্রসূতি চিকিৎসাসেবার পাশাপাশি রোগ নির্ণয়েও এগিয়ে যাচ্ছে দেশ। যুগের সাথে তাল মেলাতে উন্নত প্রসূতিসেবার বিকল্প নেই।”
প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্থপতি মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সঞ্জিত কুমার দাশ, সমাজসেবক মফজল আহমদ খান, ডা. ফজলে এলাহী রানা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি জয়নালের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মো. ফরহাদ খান।
মন্তব্য নেওয়া বন্ধ।