চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বারশত ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বৈরাগ ইউনিয়ন।
শুক্রবার (১৬ জুন) বিকেলে রাঙ্গাদিয়া সিইউএফএল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
খেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তুমুল উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখতে বিপুলসংখ্যক দর্শকও উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১২ জুন উপজেলার ১১টি ইউনিয়নের স্কুল পর্যায়ের অনূর্ধ্ব-১৭ বয়সী শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়।
নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট সিইউএফএল ভেন্যুতে অনুষ্ঠিত খেলা উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিল। চ্যাম্পিয়ন জেলা পর্যায়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।