চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে নুরুল আবছার (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত রবিবার রাত ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের রৌশন তালুকদার বাড়িতে ঘটনাটি ঘটে। আহত নুরুল আবছার ওই এলাকার মৃত আবদুল মন্নানের ছেলে। তিনি একজন মুদির দোকানি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আহত ব্যক্তির ভাগিনা হেলাল উদ্দিন জানান, রাতে হঠাৎ দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা বন্য হাতি ঘরের সামনে দাঁড়ায়। ওই সময় ঘরের দরজা খুলতেই বন্য হাতি তাকে শুঁড় দিয়ে টেনে মাটিতে আছড়ে ফেলে। এতে তার একটি পা ভেঙে গেলে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে বাঁশখালীর জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, আহত ব্যক্তিকে নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।