আনোয়ারায় বাজার নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেটের অভিযান

পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের সেন্টার ও মহালখান বাজারে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে চার ব্যবসায়ী সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি রমজানে অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেওয়া হলে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।