আনোয়ারায় বিএনপির হাজারও নেতাকর্মীদের ঢল, আনন্দ মিছিলে

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হলেন লায়ন হেলাল

জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে আহবায়ক কমিটি পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে আহবায়ক ও আনোয়ারার লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটি ঘোষণার খবের বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মীরা।

মিছিলটি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমুহনী বাজারে বিএনপি কার্যলয়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাগির হোসেন সাওদাগর, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, সদস্য সচিব নাজিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, যুবদল নেতা এড. নুরুল কবির রানা, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, শহিদুল ইসলাম সায়েমসহ কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।

দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে ও দুঃসময়ে আনোয়ারা উপজেলা বিএনপির হাল ধরে মাঠে ছিলেন সক্রিয় লায়ন হেলাল উদ্দিন। দলের বিভিন্ন দিবস, সভা-সমাবেশও করেছেন নেতাকর্মীদের নিয়ে। বিগত ১৬ বছর দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। এসবের মধ্যে পাশে থেকে লায়ন হেলাল উদ্দিন দিয়েছেন সাহস। কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারের দায়িত্বসহ দলের নেতাকর্মীদের কারামুক্তির ব্যবস্থাও করতেন তিনি। দুঃসময়ে এই নেতাকে মূল্যয়ন করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

ঘোষিত কমিটির অন্যরা হলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহবায়ক এবং দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক করা হয়।

সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা জীবন দিয়ে হলেও পালন করার চেষ্ঠা করব। দল ও তারেক রহমানের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবনা। দুঃসময়ের দলের ত্যাগীদের নিয়ে দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের মধ্যদিয়ে দলকে শক্তিশালী করব ইনশা আল্লাহ্।’

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলমের বিলাসবহুল গাড়িকান্ডে বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

মন্তব্য নেওয়া বন্ধ।