আনোয়ারায় বিএনপি-জামায়াতের ভোট পেতে তোড়জোড়

বিএনপি-জামায়াত ভোটে না এলেও তাদের ভোট নিয়ে নিজেদের পাল্লা ভারী করতে তোড়জোড় চালাচ্ছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনের প্রর্থীরা। কেউ কেউ মনে করছেন যে যত বেশি অন্য দলের ভোট টনতে পারবেন তার জন্য জয়ের সম্ভাবনাও বেড়ে যাবে,সেই সাথে নির্বাচনে ভোটের হারও বাড়বে। যদিও ইতিমধ্যে বিএনপিসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন বর্জনের আহ্বানে জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে।

জানা গেছে, আগামী ২৯ মে বুধবার উপজেলার ১১ ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে নির্বাচন। সময় যতই ঘনিয়ে আসছে, ততই নির্বাচনি উত্তাপ বাড়ছে। ভোটের এক সপ্তাহ আগে চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী। তার সমর্থিক নেতাকর্মীরা দোয়াত কলম প্রতীকের প্রার্থী দুইবারের নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন।

অন্যদিকে ভোটের মাঠে রয়েছেন আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক। তারা দুই জনে বিভিন্ন সেক্টরে কাজ করছেন রুটিন মাফিক। শেষ মুহুর্তে বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ চলিয়ে যাচ্ছেন। ভোটের ময়দানে এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

ভোটাররা বলছেন, যে প্রার্থীর দ্বারাই উপজেলার মানুষ শান্তিতে থাকবে, জমি দখল ও মামলা-হামলার শিকার হতে হবে না এমন প্রার্থীকে তারা ভোট দিবেন। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন।

এদিকে দু’বারের নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে দোয়াত কলম প্রতীক ও ভাইস চেয়ারম্যান সুগ্রীব কুমার মজুমদার দোলন তালা প্রতীকে জয়ী করার জন্য একজোট বেঁধে ভোটের মাঠে নেমেছেন উপজেলার হাজারও নেতাকর্মীসহ ১১ ইউনিয়নের চেয়ারম্যানরা।

স্মার্ট, উন্নত, ডিজিটাল ও শান্তির আনোয়ারা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দোয়াত কলম প্রতীকের প্রার্থী তৌহিদুল হক চৌধুরী। তিনি সকলকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক বলেন, এই নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়, এখানে দলীয় প্রতীকও নেই, জনগণ তাদের ভোট প্রদান করবে। গত দুই উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ারার মানুষ একটি সিন্ডিকেটের প্রভাবে ভোট দিতে পারেনি, মানুষ নির্যাতিত হয়েছে সিন্ডিকেটের সদস্যদের কাছে। এবার মানুষ ভোটের ব্যাপারে বেশ আগ্রহী এবং তারা আমাকে তাদের এই বিষয় গুলো জানিয়েছে। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

এদিকে তালা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুগ্রীব কুমার মজুমদার দোলন ভোটের মাঠে প্রচারণায় এগিয়ে রয়েছেন। শেষ মুহুর্তে প্রার্থীদের প্রচারণায় ব্যাপকভাবে মাইকিং করা হচ্ছে। প্রার্থীর বিভিন্ন গুণগান ও ছন্দে ছন্দে প্রতিশ্রুতিমূলক স্লোগানের রেকর্ড মাইকে জোরে জোরে বাজানো হচ্ছে। মাইকিং ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও স্থানে সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন প্রার্থীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।