আনোয়ারায় বিজয় দিবসের হাফ ম্যারাথন সম্পন্ন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে হাফ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। ৪৩২ জন প্রতিযোগী অংশ নেন ম্যারাথন দৌড়ে। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় উপজেলায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় হাফ ম্যারাথন দৌড়। সবুজের মাঝে বিশাল রাস্তা ধরে অংশগ্রহণকারীরা বঙ্গবন্ধু টানেল সড়কের মনোরম দৃশ্য উপভোগ করতে-করতে দৌড়ান। প্রতিযোগিতায় সহযোগিতা করে চট্টলা রানার্স।
প্রতিযোগিতায় বয়স ভিত্তিক তিনটি ক্যাটাগরিতে ১০ কিলোমিটার দূরত্বের এ দৌড়ের সময়সীমা ছিল ১ ঘন্টা ৪০ মিনিট। ৫৫ বছরের বৃদ্ধ থেকে শুরু করে তরুণ, তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ এ ম্যারাথন দৌড়ে অংশ নেন। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে প্রথম শেখ নাহিদ উদ্দিন, দ্বিতীয় মো. জাকির হোসেন ও তৃতীয় মঈনুল আহমেদ। ১৪ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম অনিক ত্রিপুরা, দ্বিতীয় মো. রাশেদ হোসেন ও তৃতীয় স্থানলাভ করেন মো. সাইফুল ফরহান এবং ৪৫ বছর বয়সের উর্ধ্বে প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন গৌরপদ সাহা, দ্বিতীয় মো. তৈয়ব উদ্দিন ও তৃতীয় হয়েছেন অসীম বিশ্বাস।
তবে হার কিংবা জিত নয়, শরীর ও মন ভাল রাখার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণই লক্ষ্য জানালেন ম্যারাথনে অংশগ্রহণকারীরা।
শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন।
অনুষ্ঠানে বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশতের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, মো. আরিফুল ইসলাম চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা।
মন্তব্য নেওয়া বন্ধ।