চট্টগ্রামের আনোয়ারার গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল আকৃতির একটি কৃষ্ণচুড়া গাছ ভেঙে পড়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ক্লাস চলাকালিন সময়ে এটি ভেঙে পড়ে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেঁচে গেলেও ওই এলাকার বশির আহমদ (৬০) নামে এক বৃদ্ধ পথচারী গুরতর আহত হন।
স্থনীয়রা জানান, আহত বৃদ্ধকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যালয় দুইটিতে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন।
গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল হক বলেন, গাছটি অনেক বছরের। হঠাৎ কি কারণে ভেঙে পড়ল জানিনা। শিক্ষকসহ শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকার বড় ধরণের কোনো বিপদ হয়নি। পরে আতঙ্কিত শিক্ষার্থীরাও ক্লাস থেকে বের মাঠে চলে যায়।
মন্তব্য নেওয়া বন্ধ।