আনোয়ারায় বিনামূল্যে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ পেল ২৫০ কৃষক

চট্টগ্রামের আনোয়ারায় বিনামূল্যে এনসিসি ব্যাংকের সার, বীজসহ কৃষি উপকরণ পেল ২৫০ কৃষক। শনিবার (২ নভেম্বর) সকালে আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে কৃষকদের বিনামূল্যে ১৫ লক্ষাধিক টাকার কৃষি সামগ্রী দেওয়া হয়।

ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, রিজিওনাল হেড আলী তারেক পারভেজ, হারুন উর রশীদ, মোহাম্মদ শাহ মোস্তফা কামাল পাশা, আরিফুল হক, মোহাম্মদ আশরাফুর রহমান, কাজী শহিদুল ইসলাম, সৈয়দ হাসান উদৌলা, মোহাম্মদ কফিল উদ্দিন, আনোয়ারা শাখার ম্যানেজার এস এম মঈন উদ্দীন আজাদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, কৃষক হলো অর্থনীতির প্রাণ। কৃষিখাতে সুষম উন্নয়ন অর্থনীতির গতিশীলতা সম্ভব। চিন্তার বিষয় হলো কৃষিখাতে জমি ক্রমাগত কমছে। তাই সীমিত জমিতে বেশি উৎপাদনের দিকে নজর দিতে হবে।

সভাপতির বক্তৃএনসিসি ব্যাংকের ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলম বলেন, কৃষি উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা গেলে দেশ সত্যিকারভাবে এগিয়ে যাবে। কৃষি ক্ষেত্রে সরবরাহ ও যোগানের বিষয়টি নিশ্চিত করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, এনসিসি ব্যাংক কৃষকদের যে সম্মান দিয়েছে তা প্রশংসার দাবিদার। বিতরণকৃত উন্নত জাতের কৃষি বীজ ও উপকরণ বিতরণের মাধ্যমে ফসল ও শস্য উৎপাদনে অনেক বেশি গতিশীল হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।