চট্টগ্রামের আনোয়ারায় নোংরা পরিবেশ ও বিষাক্ত কেমিক্যাল দিয়ে খাদ্য তৈরি এবং উৎপাদনের দায়ে ঢাকা বেকারীতে অভিযান চালিয়ে ২শ ৭৭ কেজি খাদ্যপণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকার বেকারীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন বলেন, বেকারীটিতে বিএসটিআইয়ের কোন অনুমোদন ছিলো না। এছাড়া বিষাক্ত কেমিক্যাল দিয়ে নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে আসছে। অভিযানে উৎপাদিত ২শ ৭৭ কেজি পণ্য জব্দ করে জরিমানা করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।