চট্টগ্রামের আনোয়ারায় বীর মুক্তিযোদ্ধা মো. ইমাম শরীফ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্ আহমদ চৌধুরী বাড়ির নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদের নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান উপস্থিত ছিলেন। পরে উত্তর গুয়াপঞ্চক পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।