আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে ৩১৬ কোটি টাকার বরাদ্দ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড়ের কথা শুনলেও ভয়ে চোঁখ কপালে উঠে এ উপকূলবাসীর। ব্যাতিক্রম ছিলো না ঘূর্ণিঝড় রেমালের সময়ও। উপজেলা নির্বাচনের প্রার্থীদের কাছেও স্থায়ী বাঁধের দাবি ছিলো উপকূলবাসীর।

তবে দীর্ঘ প্রতীক্ষার পর এবার বেড়িবাঁধ নির্মাণের জন্য ৩১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। ঘূর্ণিঝড়ের সময় নির্বাচনের ঠিক আগের দিন এলো এই বরাদ্দ। যার পেছনে স্থানীয় সাংসদ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্ঠার কথা বলছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সাংসদ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি একান্ত সহকারী সচিব রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ বলেন, “একটি প্রকল্প অনুমোদন হয়ে আসতে প্রায় ১ বছর সময় লাগে। আনোয়ারার উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের জন্য স্থানীয় সাংসদ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ডিও লেটার দিয়েছেন। সেটার আজ মঙ্গলবার দুপুরে একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রকল্পটি বাস্তবায়ন হলে বেড়িবাঁধের ভাঙন এলাকায় পাথরের বক্ল বসানো হবে।”

সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে রোহিঙ্গা উন্নয়নসহ ১১টি প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে প্রথম পর্যায়ে আনোয়ারার রায়পুর বেড়িবাঁধ নির্মাণে ৩১৬ কোটি টাকা এবং বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে ৫৫৮ কোটি টাকাসহ মোট ৮৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।