চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়নের দুই কৃষকের মধ্যে সরকারি ভর্তুকি মূল্যে ধান কাটার যন্ত্র (কম্বাইন হারভেস্টার মেশিন) বিতরণ করেছেন উপজেলা কৃষি অফিস।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী জানান, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তা (ভর্তুকি) মূল্যে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্র বিতরণ করে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় বারশত ইউনিয়নের কৃষক নুর হোসেন ও মোহাম্মদ রফিকের হাতে দুটি কৃষি যন্ত্রের চাবি তুলে দেওয়া হয়েছে।
কৃষকরা জানান, শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে কৃষকদেরকে দারুণভাবে সহযোগিতা করছে কম্বাইন হারভেস্টার মেশিন। এক সময়ের দুর্লভ আধুনিক এ মেশিন সরকারি প্রণোদনায় এখন কৃষকের দোরগোড়ায়। মেশিনটির ব্যবহার যেমন সাশ্রয়ী, তেমনি ফসল তুলতে সময়ও লাগে কম। ফলে দিন দিন প্রান্তিক কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠছে সরকারের এই উদ্যোগ।
মন্তব্য নেওয়া বন্ধ।