চট্টগ্রামের আনোয়ারায় শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ ও দালালদের দৌরাত্ব বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল ভূমি সেবায় মোবাইল নম্বর দেওয়া হচ্ছে।
রোববার(১৩ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন নামজারি, এলডি ট্যাক্স বা যেকোনো ভূমি সেবায় হয়রানি শিকার হলে তাৎক্ষণিক মোবাইলে জানানোর জন্য পোস্টার টাঙিয়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, মানুষ যেন কোন প্রকার ভোগান্তি বা হয়রানীর শিকার না হন এজন্য সততা, আন্তরিকতা ও দক্ষতার বজায় রেখে সেবা গ্রহীতাদের দ্রুততম সময়ে সেবা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শতভাগ নামজারী ও ভূমি কর আদায় অনলাইনে এবং কোন অভিযোগ থাকলে সু-নির্দিষ্ট সময়ে নিষ্পত্তি করা হবে। সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ এখন সবাই ঘরে বসে ভূমি সেবা পাবেন।
মন্তব্য নেওয়া বন্ধ।