আনোয়ারায় ভেজাল ঘি ও চা পাতা বিক্রির অপরাধে এক ডিস্ট্রিবিউটারের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আমানউল্লাহ্ পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতকানিয়ার এওচিয়া এলাকার মৃত আহম্মদ হোসেন চৌধুরীর পুত্র সাহেদুল আলম চৌধুরী (৪৭) ও সীতাকুন্ড লতিফপুর এলাকার মৃত আবদুল ওদুদের পুত্র মো. আব্দুল বাতেনকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ভেজাল ঘি ও চা পাতা বিক্রির দায়ে থানায় একটি মামলা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কৃষ্ণ বাবু আরসি ফুড কোম্পানির মালিক, সাহেদুল আলম চৌধুরী জিএম এবং মো. আব্দুল বাতেন এজিএম পরিচয় দেয়। সাহেদুল এবং বাতেন গত অক্টোম্বরের ১৭ তারিখ বোয়ালখালী ফুলতল কালাম মার্কেটে গিয়ে আরসি ফুড কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট দেখিয়ে নগদ ২ লাখ টাকা মূল্যে আনন্দ গাওয়া ঘি ও লাইক চায়ের পাতা ক্রয় করেন মামলার বাদী এমদাদ হোসাইন সাগর চৌধুরী।
এসব আনন্দ গাওয়া ঘি এবং চায়ের পাতা মার্কেটে বিক্রি করলে এলাকার লোকজন ও বাবুর্চিগন দোকানিদের জানান, আরসি ফুড কোম্পানির ও লাইক চায়ের পাতা নামের খাদ্যদ্রব্যটি ভেজাল। এসব আনন্দ গাওয়া ঘি খেয়ে অনেক মানুষের ডায়রিয়াসহ অসুস্থ হয়ে পড়ছেন। গত রোববার বিকেলে চাতরী চৌমুহনী বাজারের স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দেন ডিস্ট্রিবিউটার ও স্থানীয় জনতা।
মন্তব্য নেওয়া বন্ধ।