চট্টগ্রামের আনোয়ারায় বিস্কুটবাহী একটি ভ্যানগাড়ি উল্টে মো. আকরাম হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের লামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আকরাম হোসেন উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম ঝিওরি এলাকার মোহাম্মদ মুছার ছেলে। সকালে ভ্যানগাড়িতে করে ডেলিভারীর পণ্য দিতে জুঁইদন্ডীতে গিয়েছিলো।
নিহতের বাবা মোহাম্মদ মুছা বলেন, সকাল ৮টার দিকে পণ্য ডেলিভারি দিতে জুঁইদন্ডীর লামার বাজার এলাকায় গেলে গাড়িটি উল্টে তার মাথার উপর পড়ে। রক্তাক্ত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার চার ছেলে মধ্যে আকরাম সবার ছোট। সপ্তম শ্রেণীতে পড়ে। সংসারের সহয়তা করতে একটি বিস্কুট কোম্পানীর ডেলিভারীর কাজ করত।
উপজেলা হাসপাতালের দায়িত্বরর্ত চিকিৎসকরা জানান, দুপুরে রক্তাক্ত অবস্থায় আকরাম হোসেন নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন একব্যক্তি। রক্তাক্ত কিশোর মৃত অবস্থায় ছিলো। সঙ্গে আসা আহত ব্যক্তিও গুরুতর আহত ছিলেন। আহত ব্যক্তি পালিয়ে যাওয়ার কারণে তার নাম পরিচয় জানা যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনির হোসেন বলেন, ‘জুঁইদন্ডীতে পণ্য ডেলিভারী দিতে গিয়ে গাড়ি উল্টে এক কিশোরের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য নেওয়া বন্ধ।