আনোয়ারায় মধ্যরাতে ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় ক্ষেত থেকে মোহাস্মদ শরীফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ জুলাই) রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হারুনের বাড়ির পাশে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শরীফ একই এলাকার ফজুবলীর বাড়ির মৃত দুদু মিয়ার পুত্র। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও ৬ মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মোহাস্মদ শরীফ একই এলাকার মোহাম্মদ হারুনের বাড়িতে কৃষি কাজ করছিল। ওইদিন বিকেলে আসরের নামাজও পড়েছিল মসজিদে। রাতে শরিফের মেয়ের জামাই আবুল কাশেমকে মুঠোফোনে কল দিয়ে হারুনের বাড়িতে যেতে বললে তারা সেখানে যায় এবং বাড়ির পাশের ক্ষেতে শরীফের লাশ পড়ে থাকতে দেখে তারা। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে রোববার (২৩ জুলাই) দুপুরে নিহতের স্ত্রী খুরশিদা আকতার লাশের ময়নাতদন্ত না করতে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মহানগর) বরাবরে লিখিত আবেদন করেন।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল হাসান বলেন, পরিবারের লোকজন মৃত্যুর খবর পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতন্তদের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।