আনোয়ারায় মসজিদের তালা ভেঙে চুরি

চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক নবনূর জামে মসজিদের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা মসজিদের ভেতর থেকে আইপিএস ও সোলার লাইটের ব্যাটারি নিয়ে যায়।

বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক নবনূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের অর্থ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ বলেন, গতকাল রাতের কোনো এক সময়ে মসজিদের ভেতরের দরজার তালা ভেঙে চোরেরা আইপিএস ও সোলার লাইটের তিনটি ব্যাটারি নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫২ হাজার টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।