আনোয়ারায় মাদকে অতিষ্ঠ এলাকাবাসী, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় মাদক ব্যবসায়ীদের কবল থেকে এলাকা রক্ষা ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ হাজিগাঁও শোলকাটা-বটতলী মোহছেন আউলিয়া সড়কে স্থানীদের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আহমদ নুর সাওদাগর, সাবেক ইউপি সদস্য কামাল উদ্দীন, মাস্টার শফিকুল ইসলাম, নুরুচ্ছফা, সালেহ আহমদ, কামাল উদ্দিন, মো. ইব্রাহীম, আহমদ নুর, মো. জসীম উদ্দীন, আবদুর রহিম, আবদুল লতিফ, জামাল উদ্দিন ও মুহাম্মদ মিয়া।

বক্তারা বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ীদের কবল থেকে এলাকা রক্ষা ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রকাশ্য দিনদুপুরে স্থানীয় জসিম (৫২) প্রকাশ পিচ্ছি জসিম, আবদুর রহিম (৩২) ও মহিবুল (৩০) প্রকাশ মিটনের নেতৃত্বে এলাকায় মদ ও ইয়াবার আসর বসে। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর হামলা করে। এদের কারণে এলাকার যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগও করেছি।

স্থানীয় বাসিন্দা আবুল কাসেম বলেন, সন্ত্রাসী ও মাদক সেবীদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। বাড়ির সামনে তারা মাদক সেবন করে। আমরা এদের থেকে মুক্তি চাই। পুলিশের কাছে আমি নিজে এলাকাবাসীর পক্ষে হয়ে অভিযোগ করেছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, অভিযোগ পাওয়ারপর মাদকসেবী ও সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। অপরাধী যেই হোক মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স।

মন্তব্য নেওয়া বন্ধ।