আনোয়ারায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী এবং স্থানীয়দের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা ধলারমার মসজিদের সামনে এলাকাবাসীরা মিথ্যা মামলা প্রত্যাহার ও স্থানীয়দের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ অংশ নেন দুই শতাধিক মানুষ।

এতে বক্তব্য রাখেন, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, স্থানীয় আবদুল খালেক, ইয়াছিন, মো. সোয়াইবুল ইসলাম, মো. শাহজাহান, ছালেহ আহমদ, আবদুস সবুর, কুহিনুর আকতার ও ছমেয়ারা খাতুন।

মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, গত ২৫ জুন সরেঙ্গা গ্রামের মৌলানা জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা এলাকার বয়বৃদ্ধ মোহাম্মদ ইসহাক ও এসকান্দর আলীর উপর হামলা চালিয়ে ও রক্তাক্ত করে উল্টো এলাকার ২০-২৫জনকে আসামী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

এ সময় অভিযুক্তদের নিজেদের পরিচালিত একটি মাদ্রাসায় নিজেরা আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। তাদের মিথ্যা মামলার কারণে এলাকার নিরীহ মানুষগুলো আজ ঘরছাড়া। এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমার পিতা আড়াই কানি জমি দান করেছেন মাদ্রাসাটি প্রতিষ্ঠার জন্য। প্রকৃত ঘটনাটি আড়াল করতে তারা মানববন্ধন করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।