চট্টগ্রামের আনোয়ারা উপজেলা মৎস্য অধিদপ্তরের জয়েন্ট ডফ এমএমও ফিল্ড লেভেল বেসলাইন জরিপ ও উপজেলা পর্যায়ে নৌকা নিবন্ধন অভিযান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সামদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক মো. আবদুস সাত্তার, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবস চন্দ্র চন্দ।
উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। এসময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ড সাঙ্গু গহিরা স্টেশনের পেটি কর্মকর্ত এম. কামরুজ্জামান, বার আউলিয়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেনসহ বোট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ঘাটের ঘাট প্রতিনিধি, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।