আনোয়ারায় শেখ রাসেলের জন্মদিন পালিত

চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ শেষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে কেক কাটা হয়। এরপর উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিনের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেনের সঞ্চালনায়ে এতে বক্তব্য রাখেন- আনোযারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী তাসলিমা জাহান প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ভবনে জয় সেট সেন্টারের ফলক উন্মোচন করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।