আনোয়ারায় শ্বশুর বাড়িতে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সানজিদা আকতার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোহাম্মদ করিমকে (৩৫) আটক করেছে পুলিশ৷

শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার আলম খান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার মোয়াজ্জেমের নতুন বাড়ির মো. ফরিদ আহমদের কন্যা। তার সংসারে ২টি ছেলে রয়েছে।

নিহতের মা মমতাজ বেগম (৫৫) বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে স্বামী মারধর করতো। তার নির্যাতন সইতে না পেরে রমজানের আগে মেয়ে বাপের বাড়িতে চলে আসে দুই ছেলেকে নিয়ে। দীর্ঘদিন এখানে থাকার পর গত সোমবার রাতর স্বামী নিজে এসে তাকে নিয়ে যায়। মেয়ের সুখের কথা চিন্তা করে আমরাও মেয়েকে ভরসা দিই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। কিন্তু স্বামী সেখানে নিয়ে গিয়ে আমার মেয়েকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে মেয়ের মৃত্যুর সংবাদটা পর্যন্ত আমাদের দেয়নি। তাদের পাশ্ববর্তী এক দোকানির মাধ্যমে আমার শুনতে পাই আমার মেয়ে নাকি স্ট্রোক করে মারা গেছে। দ্রুত সেখানে গিয়ে দেখি মেয়ের মুখে ফোলা এবং কান দিয়ে রক্ত বের হচ্ছে। আমার মেয়েকে হত্যা করেছে। এ হত্যাকান্ডের বিচার চাই।

নিহতের বড় জা আজভী আকতার (৩৫) বলেন, শুক্রবার সকালে দেবর করিম চাকরিতে যাওয়ার সময় আমার শ্বাশুড়িকে বলে-সানজিদাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমার শ্বাশুড়ি সকাল সাড়ে আটটার দিকে তাদের রুমে গিয়ে তার কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার করে। পরে আমরা রুমে গিয়ে তার মৃত অবস্থায় পাই।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মুখ-কানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মারধরের আঘাতে মারা গেছে। আটক নিহতের স্বামী মোহাম্মদ করিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।