চট্টগ্রামের আনোয়ারায় পিএবি (আনোয়ারা-বাঁশখালী) সড়ক থেকে এক অজ্ঞাত নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেইট এলাকার পিএবি সড়ক থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারীর মরদেহ রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিল। মরদেহটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল ৮টার দিকে এসে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।