চট্টগ্রামের আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় হরিপদ শীল (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) রাতে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুই ছেলে এক মেয়ের জনক নিহত বৃদ্ধা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার মৃত যোগেন্দ্র শীলের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হতে গিয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। এ সময় তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।