চট্টগ্রামের আনোয়ারায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ সাঈদ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার(১৪ অক্টোবর) ভোর ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ সাঈদ উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের মোহাম্মদ জসিম উদ্দীনের পুত্র ।
জানা গেছে, গত শুক্রবার বিকাল ৪টায় আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে নিহত কিশোর মোহাম্মদ সাঈদ বটতলীর নানার বাড়িতে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির একটি সুপারি গাছে উঠার পর সে গাছ থেকে পড়ে জ্ঞান হারায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুমূর্ষ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোর ৬টায় কিশোরের মূত্যু হয়েছে বলে জেনেছি।
মন্তব্য নেওয়া বন্ধ।