চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে বৈরাগ ইউনিয়ন।
মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষে চেয়ারম্যান নোয়াব আলীকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ, মেডিকেল অফিসার শাহিদা আকতার, প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিছ, রুপন বসু, পরিষদের সচিব মো. নজরুল ইসলাম।
প্রশংসাপত্রে জানানো হয়, ২০২২-২০২৩ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য বৈরাগ ইউনিয়ন পরিষদ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে এই ইউনিয়ন পরিষদের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য। আমরা বিশ্বাস করি, এ কর্মোদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণিত করবে।
বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, প্রতিটি কর্মের ফল চলমান কাজের গতিকে আরো গতিশীল করে। এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। এই অর্জন আমার ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম। আগামীতে কাজের এ ধারা অব্যাহত থাকবে এবং প্রান্তিক পর্যায়ের জনগণের সেবা করে যেতে চাই।
মন্তব্য নেওয়া বন্ধ।