আনোয়ারায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে উপজেলার চাতরী ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, মোস্তাক আহমেদ টিপু, মো. আনোয়ার, দিদারুল ইসলাম চৌধুরী, মো. আবুল মনছুর, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস কলিসহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের আস্থার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। আগামী ২৭ জুলাই জেলায় এবং ২৮ জুলাই উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের প্রচেষ্ঠায় ব্যাপক উন্নয়ন হয়েছে আনোয়ারা উপজেলায়। জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

মন্তব্য নেওয়া বন্ধ।