আনোয়ারায় ১৭ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রামের আনোয়ারায় একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) ভোরে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। মাদক বহনে ব্যবহৃত গাড়িটি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবক মাটিরাংগা থানার কামাল উদ্দিনের পুত্র আমির হোসেন (২৮)। উদ্ধারকৃত মদের মূল্য আনুমানিক ১৭ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আজ ভোরে পুলিশের একটি টিম উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। গাড়িটি জব্দ আছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।