আনোয়ারায় ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ

নিষিদ্ধ সময়ে মাছ ধরায় চট্টগ্রামের আনোয়ারায় ২টি ট্রাক থেকে প্রায় ৫ হাজার কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে ৩ লাখ ১২ টাকায় নিলাম বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পিএবি সড়কের শোলকাটা রাস্তার মোড় থেকে মাছের ট্রাক ২টি জব্দ করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন জানান, এসব মাছ উদ্ধার করে মৎস্যসম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ট্রাকের ড্রাইভারদের পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, “৬৫ দিন সাগরে মাছ ধরার নিষিদ্ধ সময়ে মাছ বহন করায় আনুমানিক সাড়ে ৫ হাজার কেজি লইট্যা ও বাইলা ইত্যাদি মাছ জব্দ করা হয়।”

অভিযানে মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৭ জুলাই বিভিন্ন প্রজাতির ৭ হাজার ১১০ কেজি সামুদ্রিক মাছসহ ৮ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত দুইটি ট্রাক ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।