চট্টগ্রামের আনোয়ারায় কোরবানির পশুর হাটে ২ পকেটমারকে ধরে নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ কামাল (৩৫) নামে একজনকে পুলিশের কাছে হস্তান্তর করে সাধারণ মানুষ।
সোমবার (২৬ জুন) বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট পশুর হাটে এ ঘটনা ঘটে। আটককৃত কামাল নগরীর বায়েজিদ এলাকার শহীদুল্লার পুত্র।
আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে এক পকেটমারকে লোকজন আটক করে ১ লাখ টাকা উদ্ধার করে। এ ঘটনায় আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, পকেটমার আটকের বিষয়টি শুনেছি। তবে এখনও থানায় কোন অভিযোগ হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।