চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনের রেশ না কাটতেই হাওয়া বইছে বটতলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ্ কার্যলয়ে শেষদিনে মনোনয়ন জমা দিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী।
তারা হলেন—মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল, মেহেবুব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ফরিদ ও নুরুল আবছার।
নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ্ বলেন, “বৃহস্পতিবার শেষদিনে চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই; ৬ জুলাই আপিল দায়ের; ৯ জুলাই আপিল নিস্পত্তি; ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের; ১১ জুলাই প্রতীক বরাদ্দ ও ২৭ জুলাই ভোটগ্রহণ। সুষ্ঠু নির্বাচনের জন্য সবধরণের প্রস্তুতি নিচ্ছে কমিশন।”
উল্লেখ্য, বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়ারম্যানপদ থেকে পদত্যাগ করলে পদটি শূণ্য হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।