আনোয়ারার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান আফতাব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। এতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রিদোয়ানুল হক রহিম। ৩ বছরের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৪ জুলাই) বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব সাদলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে মোস্তাক আহমেদ টিপু, মো. আনোয়ার, দিদারুল ইসলাম চৌধুরী, মো. আল জাকির, মো. আবুল মনছুরকে সহ সভাপতি এবং সাইফুল ইসলাম শামীম, মো. নুরু উদ্দিন জাবেদ যুগ্ম সম্পাদক, ইফতেখার উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক, মো. আরিফ উদ্দিন দপ্তর সম্পাদক, কৃষি বিষয়ক সম্পাদক মো. আবু তাহের ও জান্নাতুল ফেরদৌস কলিকে মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে।

সদ্য নির্বাচিত সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আমার অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় এবং চট্টগ্রাম জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় জমা দিবো। এছাড়াও তৃণমূলের ইউনিয়ন কমিটি গুলোও গঠন করা হবে। জাতীয় নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করবে এই কমিটি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৪দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় জমা দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। আশা রাখি এ কমিটি সংগঠনকে শক্তিশালী করে নৌকার জয় নিশ্চিত করবে।

মন্তব্য নেওয়া বন্ধ।