আনোয়ারা ও কর্ণফুলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত বারোটায় প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, প্রভাতফেরি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার রাতের প্রথম প্রহরে আনোয়ারা উপজেলার কেদ্রীয় শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা জানান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, চেয়ারম্যানদের মধ্যে নোয়াব আলী, এম.এ কাইয়ূম শাহ্, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আনোয়ারা হোসেন কন্ট্রাক্টর। এদিকে কর্ণফুলীর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলোয়মান তালুকদার, ভাইস চেয়ারম্যান আমির আহমদ, কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি মোরশেদুর রহমান নয়নসহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

মঙ্গলবার সকালে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (কাফকো’র) আয়োজিত কাফকো স্কুল এন্ড কলেজের হলরুমে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আনোয়ারা সরকারি কলেজ, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ, বাংলাদেশ মেরিন একাডেমী, মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজ, কাফকো স্কুল এন্ড কলেজ, কর্ণফুলী এজে চৌধুরী ডিগ্রী কলেজ, দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, আনোয়ারা বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়, আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়, বখতেয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, চারপীর আউলিয়া আলিম মাদ্রাসা, রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়, গাউসিয়া হাশেমীয় আলিম মাদ্রসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি পালন উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন হয়। বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।