আনোয়ারা-কর্ণফুলীতে বিএনপির অবস্থান কর্মসূচি

সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত ও ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুর থেকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী বাজারে বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে চৌমহনী বাজার ও টানেল সংযোগ সড়ক।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, রফিক ডিলার, ফরিদুল আলম মিল্টন, দিল মোহাম্মদ মঞ্জু, আবু সালেহ, মামুন খান, নুরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ আলম, ওসমান শিকদার, সোহেল, আমিন, নুরুল কবির রানা, শোয়াইবুল ইসলাম, সেলিম, হোসেন, বাবলু হোসেন, আলফাজুর রহমান আরিফ, আজম খান, ফরহাদ হোসেন, আবু তাহের, সালাউদ্দিন জাহেদ, বেলাল, মনছুর, নয়ন, জামাল আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তৈয়ব মাহির, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, সদস্য মুসা ইসলাম, মোহাম্মদ নাছির, মিঠু, লোকমান, দিদার, কায়সার, মাসুম, জীবন, রুবেল, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, শহিদুল ইসলাম সায়েম, তারেক হেলাল, জাহেদুল ইসলাম, মোহামদ তারেক, আক্কাস চৌধুরী, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, রাশেদুল ইসলাম, সাঈদ আরিফ, রাশেদুল বাসার, মিজবাহ উদ্দিন হিরু, রাশেদুল বাশার, মঈন উদ্দিন, মুজিব,ইমতিয়াজ, মঈন উদ্দিন, মহিউদ্দিন, হৃদয়, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ বোরহান, শফিউল ইসলাম, ইমরান, মাহিন, তারেক, বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, আশিকুর রহমান, রোখন। এরআগে সকালে কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় যুবদলের আহবায়ক মো. নুরুল ইসলাম ও যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কালাবিবির দিঘির মোড়ে এবং টানেল সংযোগ সড়কের চায়না অর্থনৈতিক জোন এলাকায় যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন, আবুল কালাম আবু নেতৃত্বে পৃথক অবস্থান কর্মসূচি পালন করে দলটি।

কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ-নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।