আনোয়ারা-কর্ণফুলীতে শোক দিবস পালিত

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, কোরানখানী, মিলাদ, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আনোয়ারা উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালী ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, থানার অফিসার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল আহমেদ।

এদিকে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজিত শোক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, থানার অফিসার কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে সকালে উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন আনোয়ারা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, আনোয়ারা সরকারী কলেজ, বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ, আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়, রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসা, বরুমচড়া গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসা, চারপীর আউলিয়া আলিম মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামজিক সংগঠনে আলোচনা সভা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।