আনোয়ারা-কর্ণফুলী আসনে জাবেদসহ ৬ জনের মনোনয়ন বৈধ, স্থগিত এক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একই আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মৌলভী রশিদুল হক (বিএসসি)’র মনোনয়নপত্রে নির্বাচনী ব্যাংক হিসাব নম্বর না থাকায় তাঁর মনোনয়নপত্রটি স্থগিত রাখেন। বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, তৃণমূল বিএনপির মকবুল আহমেদ চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন, জাতীয় পাটির আবদুর রব চৌধুরী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবুল হোসাইন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মৌলভী রশিদুল হক (বিএসসি) বলেন, ‘আমার পূর্বের একটি ব্যাংক হিসাব ছিল, ওই ব্যাংক হিসাব নম্বরটি আমি মনোনয়নপত্রে উল্লেখ করেছি। তারপরও আমার মনোনয়নপত্র কেন বাতিল করল জানিনা। পরে আমি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের জন্য আমাকে সময় দিয়েছে।’
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই প্রার্থীর নির্বাচনকালীন ব্যাংক একাউন্ট পাওয়া যায়নি। পরে প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র সোমবার পর্যন্ত বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে না পারলে বাতিল করা হয়।’
মন্তব্য নেওয়া বন্ধ।