আনোয়ারা ক্রিকেট একাডেমীর জার্সি উন্মোচন

চট্টগ্রামের আনোয়ারা ক্রিকেট একাডেমীর নতুন জার্সি উন্মোচন হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নতুন জার্সি উন্মোচন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।

এসময় ক্রিকেট একাডেমীর ম্যানেজার হুমায়ূন কবির শাহ্ সুমন, সিনিয়র খেলোয়াড় মো. তৌহিদুল্লাহ্ চৌধুরী, ইশতিয়াক খান অভি।

ক্রিকেট একাডেমীর ম্যানেজার হুমায়ূন কবির শাহ্ সুমন বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। কুরবানী ঈদের পরই আনোয়ারা ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা খেলায় অংশ গ্রহণ করবেন। ইতিমধ্যে আমাদের সবধরণের প্রস্তুতি শেষ করেছি।’

মন্তব্য নেওয়া বন্ধ।