চট্টগ্রামের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তা মো. সোহেল আহমেদকে। বর্তমান ওসি মীর্জা মুহাম্মদ হাসানকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রামের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম সুমন। তিনি বলেন, জনস্বার্থে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পদে এ বদলি ও পদায়ন করা হয়। তারস্থলে যোগ দিবেন পুলিশ কর্মকর্তা মো. সোহেল আহমেদ।
মন্তব্য নেওয়া বন্ধ।