আনোয়ারা-মহেশালী গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক বাস্তবায়িত ৪২ ইঞ্চি ব্যাসের ৭ কিলোমিটার মহেশখালী জিরো পয়েন্ট (কালাদিয়ার চর) থেকে সিটিএমএস মহেশখালী এবং ৪২ ইঞ্চি ব্যাসের ৭৯ কিলোমিটার আনোয়ারা-মহেশালী গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে নির্মিত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড স্টেশন প্রাঙ্গনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প উদ্বোধন করেন।

আনোয়ারা প্রান্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, জিটিসিএলের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল হক ফকির, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউদ্দিন, মোহাম্মদ ফরহাদ ওমর, ব্যবস্থাপক প্রকৌশলী শংকর দাশ গুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, বারশতের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, আমিন শরীফ, কলিম উদ্দিন প্রমুখ।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২ ইঞ্চি ব্যাসের ৩০ কিলোমিটার দীর্ঘ আনোয়ারা-ফৌজদারহাট এবং ৩৬ ইঞ্চি ব্যাসের ১৮১ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন পাইপলাইন উদ্বোধন করেন। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমদানিকৃত আর-এলএনজি চট্টগ্রামসহ সারাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। জ্বালানি প্রাপ্তির ক্ষেত্রে সর্বজনীন অধিকার প্রতিষ্ঠা ও সুষম উন্নয়নে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে জিটিসিএলের মহা ব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ।

মন্তব্য নেওয়া বন্ধ।