আনোয়ারার আশ্রয়ণ প্রকল্পে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের আনোয়ারার বটতলী গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ইয়াবা বিক্রির সময় ৩ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। শুক্রবার রাতে বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প দেওয়ান হিলের ভিতরে অভিযান চালায় পুলিশ।

এসময় ৫৩০ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১ লাখ ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল, বটতলী ইউনিয়নের নুরপাড়া ৪নং ওয়ার্ডের মৃত আবদুল হামিদের পুত্র জয়নাল আবেদীন পুতু (৪৫), চাতরী ইউনিয়নের আমির আলী মাঝির বাড়ীর মৃত জালাল আহামদের পুত্র আব্দুল গফুর (৪০) ও গুচ্ছ গ্রামের বাসিন্দা কোরবান আলীর পুত্র মো. জসিম (৩৫)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।