চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
বুধবার (১৫ জুন) দিনব্যাপী চলা ভোট কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকের আজিজুল হক চৌধুরী ৮ হাজার ৫২০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ আলী (আনারস) পেয়েছেন ১১৮ ভোট।
এদিকে নির্বাচনে কম ভোট পাওয়ায় ৫ স্বতন্ত্র প্রার্থীর জামানত বাতিল হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
সরেজমিনে দেখা যায়, পরৈকোড়ায় সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ২নং ওয়ার্ডের রমজান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩ নং ওয়ার্ড কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডে, মাহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডে ওষখাইন ইউসুফ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রগুলোতে ৪টি কেন্দ্র মিলে মোট ভোট পড়েছে মাত্র ৫টি।
এসময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বলেন, নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী এজেন্ট নেই এখানে।
মন্তব্য নেওয়া বন্ধ।