আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্মেলন সম্পন্ন হয়েছে। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির আন্তরিকতায় আনোয়ারার অবহেলিত জুঁইদন্ডী ইউনিয়নেও অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ও জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রিচ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সিরাজুল মোস্তফা, জামাল আহমদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত মোহাম্মদ আইয়ুবের ছেলে জনাব আহমদ, জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহমদুর রহমান, জুঁইদন্ডী শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি শহীদুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম ও উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য শফিউল আজম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ৫জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।

সম্মেলনে বক্তারা আরও বলেন, জুঁইদন্ডী এখন আর অবহেলিত এলাকা নয়। এটাও সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। এই উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে হলে দেশ পরিচালনার ক্ষেত্রে আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।

মন্তব্য নেওয়া বন্ধ।