চট্টগ্রামের আনোয়ারায় উৎসবমুখর পরিবেশে রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে রাতে প্রিজাইডিং অফিসার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ১২ জন ও মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে নির্বাচিতরা হলেন- নুরুল আলম চৌধুরী টিপু, ওসমান গণি চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, আবদুচ ছোবহান ও মহিলা সদস্য পদে রীনা আকতার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন শরিফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ছৈয়দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী খোকন, যুবলীগ নেতা জালাল উদ্দিন, জামাল উদ্দিন নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন।
প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে ১২শত ৬৬ ভোটারের মধ্যে ৬৭২টি ভোট আদায় হয়েছে। এতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।